চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লায় নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৫) নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, জুয়েল বেশ কিছুদিন আগে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি একাই বসবাস করতেন। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির একটি দল। মৃত্যুর পেছনে কোনো রহস্য বা অপরাধের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।