ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সাইমা খাতুন নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইমা সকালে বাড়ির পাশের একটি দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল। এ সময় সে সড়কে উঠলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় পড়ে গেলে গাড়িটি তাকে পিষ্ট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।