চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৩২ জন কিশোরকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, ছায়াবানী মোড়, মিশন রোড মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্ম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের যাচাই-বাছাই করে অভিভাবকদের উপস্থিতিতে কাউন্সেলিং ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, “শহরের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। বিশেষ করে সন্ধ্যার পর বিনা প্রয়োজনে শিক্ষার্থীদের বাসার বাইরে থাকতে দেওয়া যাবে না।”