উত্তরার বাড়িতে ফের বসবাসের অধিকার পেলেন তুরিন আফরোজের মা ও ভাই
আট বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ রাজধানীর উত্তরার নিজ বাড়িতে বসবাসের অধিকার ফিরে পেয়েছেন।
৫ মে (সোমবার) আপিল বিভাগ বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখে। এতে তাদের পুনরায় বাড়িতে থাকার সুযোগ নিশ্চিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ উত্তরার বাড়িতে বসবাসসংক্রান্ত স্থিতাবস্থার আদেশ বাতিল করে রায় প্রদান করেন।