
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানি খাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে গৃহিণীর গলায় ছুরি ধরে অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মা নামাজের সময় পৌরশহরের নারায়নপুর গ্রামে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত ছিনতাইকারী প্রতারক দম্পত্তি চক্রকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার ঠিক জুম্মা নামাজের সময় আখাউড়া-আগরতলা সড়কের পাশের বাড়ি নারায়নপুর গ্রামের জয়নাল আবেদীনের ঘরে পানি পান করার ছলে প্রবেশ করেন অপরিচিত এক নারী। এসময় নামাজে থাকার সুবাদে পুরুষ মানুষ কেউ বাড়িতে ছিলেন না। এ সুযোগে কিছু বুঝে ওঠার আগেই ওই নারীর সঙ্গে থাকা ছিনতাইকারী চক্রটি গৃহিণীকে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচিয়ে মেঝেতে ফেলে তার ব্যবহৃত স্মার্টফোন, ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
পরে গৃহকর্তা জয়নাল আবেদীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরে গৃহিণীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। দুপুর পৌনে ৩টার দিকে শহরের সড়কবাজারে অভিযান চালিয়ে সিএনজি স্ট্যান্ড থেকে অভিযুক্ত ছিনতাইকারী দম্পত্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় আখাউড়া থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন। তিনি জানান, ছিনতাই হওয়া মোবাইল, অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই ও প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার গ্রামের সাইফুল ইসলাম সানি (২৫) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯)। বর্তমানে এ প্রতারক দম্পতি আখাউড়া কলেজপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন।