মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগে দুদকের অভিযান
ঢাকা, ২১ এপ্রিল — চেতনার নামে প্রকল্প গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২১ এপ্রিল) এ অভিযান পরিচালনা করে সংস্থাটি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন বছরে প্রায় ২০০ কোটি টাকার চারটি প্রকল্প বাস্তবায়নের নামে সভা-সেমিনার, চলচ্চিত্র নির্মাণ এবং সচেতনতামূলক কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি প্রকল্পের বাজেট ছিল প্রায় ৫০ কোটি টাকা।
অভিযোগ রয়েছে, এসব প্রকল্পের বেশিরভাগ কার্যক্রমই ছিল লোক দেখানো। প্রকল্পের আড়ালে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন এবং অখ্যাত ব্যক্তিদের দিয়ে নিম্নমানের চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সরকারের অর্থ আত্মসাৎ করা হয়েছে।
দুদক জানায়, এসব প্রকল্পের কাগজপত্র পর্যালোচনা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত কাজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।