বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভর করে না: অর্থ উপদেষ্টা

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

বাংলাদেশের এখন আর আইএমএফ বা বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বা বিশ্বব্যাংকের ওপর নির্ভর করে না। সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আইএমএফের সহায়তা ছাড়াই আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রয়েছে। তারা বাজেট সহায়তা দিতে চাইলেও যদি না দেয়, তাহলেও সরকার নিজস্ব ব্যবস্থায় তা মোকাবিলা করতে সক্ষম।” তিনি আরও জানান, বাংলাদেশ এখনো আইএমএফ থেকে ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী।

আইএমএফের দেয়া শর্তাবলির বিষয়ে তিনি বলেন, “সব শর্ত বাংলাদেশ মানবে না। যে শর্তগুলো দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেগুলোই গ্রহণ করা হবে। যদি তারা অযৌক্তিকভাবে ঋণ না দেয়, সেটি তাদের বিষয়।”

এছাড়াও অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ও ইলেকট্রনিক পণ্যের মতো কিছু সামগ্রী আমদানির বিষয়ে আলোচনা চলছে। এসব পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার নিয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, “মার্কিন প্রশাসনের সঙ্গে ভারসাম্য রেখে এগোতে হবে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ।”

Facebook Comments Box