ভারত-পাকিস্তান উত্তেজনায় ধস নেমেছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে
ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বুধবার (৩০ এপ্রিল) করাচি স্টক এক্সচেঞ্জের কেএসই-১০০ সূচক দিনের মধ্যে সর্বনিম্ন ১ লাখ ১০ হাজার ৬৩১ দশমিক ৮৪ পয়েন্টে নেমে আসে, যা আগের দিনের তুলনায় ৪ হাজার ২৪০ দশমিক ৩৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬৯ শতাংশ কম।
দিনের সর্বোচ্চ সূচক ছিল ১ লাখ ১৪ হাজার ৬৬ দশমিক ১২ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৮০৬ পয়েন্ট কম। সারাদিনজুড়ে বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে নিরাপদ আশ্রয় খুঁজতে ব্যস্ত ছিলেন।
বাজার বিশ্লেষকদের মতে, সরকারের পক্ষ থেকে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারতের সামরিক অভিযানের আশঙ্কা প্রকাশ করায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইসমাইল ইকবাল সিকিউরিটিজের সিইও আহফাজ মুস্তাফা জানান, সরকারি কর্মকর্তাদের মন্তব্য বাজারে আতঙ্ক তৈরি করেছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে নিরাপদ পন্থা বেছে নিচ্ছেন।
একই মত পোষণ করেছেন টপলাইন সিকিউরিটিজের সিইও মোহাম্মদ সোহেল। তিনি বলেন, ‘বর্তমান অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্কভাবে সিদ্ধান্ত নিচ্ছেন।’