জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন শুরু

চার দফা দাবিতে জবি শিক্ষকদের ও শিক্ষার্থীদের গণঅনশন শুরু

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চার দফা দাবিতে আজ শুক্রবার (১৬ মে) থেকে রাজধানীর কাকরাইলে গণঅনশনে বসেছেন। বিকেল ৩টা ৪৫ মিনিটের পর এই কর্মসূচি শুরু হয়।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা, বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন, এবং সাম্প্রতিক পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মুখপাত্র ড. মঞ্জুর মোর্শেদ জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।

যদিও সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা ছিল, কিছু শিক্ষার্থীর অসুস্থতার কারণে তা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন জানান, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা গণঅনশনে অংশ নেন। তিনি জানান, সরকার তাদের দাবিগুলো নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চলবে। এমনকি সরকারি সংস্থার কেউ বাধা দিলেও আন্দোলন চলবে বলে জানান তিনি।

এর আগে, ১৪ মে দুপুরে শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে লংমার্চে গেলে কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বহু শিক্ষক ও শিক্ষার্থী আহত হন।