
গাজায় গণহত্যার প্রতিবাদে দ্য হেগে লক্ষাধিক মানুষের বিক্ষোভ |ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ঘৃণার বিস্ফোরণ
দ্য হেগ (নেদারল্যান্ডস) থেকে সংবাদদাতা ❖
গাজায় চলমান রক্তপাত ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এক নজিরবিহীন প্রতিবাদ জানাতে নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে জড়ো হয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ। বিশ্ব রাজনীতিতে এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ শান্তিপূর্ণ বিক্ষোভ।
বিক্ষোভকারীদের হাতে ছিল নানা ভাষায় লেখা প্ল্যাকার্ড— “গণহত্যা বন্ধ করো”, “গাজা বাঁচাও”, “মানবতা জয় হোক”, ইত্যাদি স্লোগান। শহরের কেন্দ্রস্থলজুড়ে প্রকম্পিত হয়েছে প্রতিবাদের ধ্বনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “এই বিক্ষোভ কোনো একটি জাতি বা ধর্মের বিরুদ্ধে নয়, বরং মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে।”
বিক্ষোভে অংশগ্রহণকারী এক ডাচ নাগরিক বলেন, “আমরা আর নীরব থাকতে পারি না। শিশুদের হত্যা ও হাসপাতালের ওপর বোমাবর্ষণ কোন সভ্যতার পরিচয় হতে পারে না।”
বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করবে এবং ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতি বিশ্ববাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে।
বিশ্বের অন্যান্য শহরেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। শান্তিকামী মানুষদের দাবি—এই সহিংসতা অবিলম্বে বন্ধ হোক এবং গাজা উপত্যকায় শান্তি ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক।