সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫
ম্যালকম-জামাল ওয়ার্নার

ওয়ার্নারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা বিল কসবি। এক বিবৃতিতে তিনি বলেন, এই দুঃসংবাদে আমি স্তব্ধ। ওর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, যিনি তাঁকে দারুণভাবে মানুষ করেছেন।

অভিনেতা হিসেবে ওয়ার্নার শুধু অভিনয়েই থেমে থাকেননি, বরং প্রযোজনা ও পরিচালনাতেও যুক্ত ছিলেন। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছিলেন, ‘দ্য কসবি শো’ ছিল তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকে বলত এই শো কাল্পনিক। অথচ আমরা হাজারো চিঠি পেয়েছি যেখানে মানুষ বলেছে, এই শো তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।

১৯৮৬ সালে ‘দ্য কসবি শো’-তে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে মনোনীত হন ওয়ার্নার। শেষ বিদায়ে হলিউডের বহু তারকাই প্রকাশ করেছেন শোক। থিওডোর হাক্সটেবল চরিত্রে ওয়ার্নারের অনবদ্য অভিনয় চিরকাল মনে রাখবে দর্শক।

 

Facebook Comments Box