মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) থেকে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (BCPA) তাদেরকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় এসব যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে, যার দায়িত্বে রয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।
আটক ব্যক্তিদের সংখ্যা ও জাতীয়তা:
মালয়েশীয় কর্তৃপক্ষের বক্তব্য:
BCPA মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের নজরদারি অব্যাহত থাকবে এবং মালয়েশিয়াকে যেন অবৈধ ট্রানজিট হাবে রূপান্তর করা না যায়, সে লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে।
পূর্ববর্তী ঘটনা:
গত ১১ জুলাইও একই কারণে মালয়েশিয়ায় প্রবেশে ব্যর্থ হওয়ায় ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।