জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা বাংলাদেশের

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণহানি, বাংলাদেশ সরকারের নিন্দা ও শোক প্রকাশ

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে বাংলাদেশ। এ ছাড়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে আচমকা গুলি চালায় একদল বন্দুকধারী। হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর খবর দিয়েছে নিরাপত্তা সূত্র।