ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান জানিয়েছে, এই মহড়ায় আধুনিক হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সিয়ালকোট, নারোওয়াল, জাফরওয়াল ও শাকরগড়সহ বিভিন্ন এলাকায় এই মহড়া চলছে।
সেনাবাহিনীর একাধিক ইউনিট এই মহড়ায় অংশ নিয়েছে, যেখানে ট্যাংক, কামানসহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারের অনুশীলন করা হচ্ছে। অফিসার ও সৈনিকরা যুদ্ধ কৌশল অনুযায়ী তাদের দক্ষতা প্রদর্শন করছেন।
নিরাপত্তা সূত্র জানায়, এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে—শত্রুর সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে শক্ত বার্তা পৌঁছে দেওয়া। পাকিস্তান সেনাবাহিনী যেকোনো সময় সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে আক্রমণের জবাব দিতে প্রস্তুত বলেও জানানো হয়।
এদিকে, এর আগে ২৯ ও ৩০ এপ্রিলের রাতের মধ্যে ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান কাশ্মীরের আকাশে টহল দেয়। পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে এর গতিবিধি নজরে এনে প্রতিক্রিয়া জানায়, যার ফলে ভারতীয় বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বলছে, মাতৃভূমির নিরাপত্তা রক্ষায় তাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।