৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের

উচ্চশিক্ষার সুযোগসহ ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

 

উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সকল গেট বন্ধ করে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় কর্মকর্তাদের ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় অনেকে অফিসের বাইরে অপেক্ষায় ছিলেন।

 

গেট বন্ধ থাকায় আশপাশের সড়কে যানজটেরও সৃষ্টি হয়।

 

এর আগে রোববার সকালে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’ ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন। সমাবেশ থেকে ঘোষণা করা হয় সোমবারের ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির।

 

আন্দোলনকারীদের দাবি, তাদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।