
আজহারুল ইসলামের আপিল শুনানি কাল
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম, যিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাঁর আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকার একেবারে প্রথমে থাকবে।
আজ সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন বিচারকের একটি বেঞ্চ এই সিদ্ধান্ত দেয়। শুনানির দিন ঠিক করার জন্য আজহারুলের আইনজীবীরা বিষয়টি আদালতে তুলে ধরলে আদালত জানান, আগামীকাল শুনানি হবে।
এর আগে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে তিনি আপিল করেন। ২০১৯ সালে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর ২০২০ সালে তিনি পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত রিভিউ শুনানির অনুমতি দেয় (লিভ মঞ্জুর করে)। এরপর দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্তসার জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত, যা ইতিমধ্যে জমা পড়েছে।
আজহারুলের পক্ষে আদালতে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
সব মিলিয়ে, দীর্ঘদিন পর এখন আজহারুলের মৃত্যুদণ্ড বহালের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি শুরু হতে যাচ্ছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।