আজ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুবার্ষিকী

মাহফুজ উল্লাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ, বিশিষ্ট লেখক, কলামিস্ট, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। ১৯৫০ সালের ১০ মার্চ, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে জন্ম নেওয়া মাহফুজ উল্লাহ দেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতাও করেন। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একজন বুদ্ধিজীবী হিসেবেও খ্যাতি লাভ করেন। বাংলা ও ইংরেজি ভাষায় লিখেছেন অর্ধশতাধিক বই।

মাহফুজ উল্লাহ ছিলেন নির্ভিক ও সাহসী সাংবাদিক। মতভেদ থাকলেও সবসময় শালীন ভাষায় নিজের অবস্থান তুলে ধরতেন।

প্রতি বছরের মতো এবারও ‘মাহফুজ উল্লাহ স্মৃতি পরিষদ’ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত, পবিত্র কুরআন খতম এবং দোয়া-মোনাজাতের আয়োজন করেছে।

স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, “মাহফুজ উল্লাহ সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, কখনো আত্মসমর্পণ করেননি। তার মধ্যে ছিল মিলেমিশে কাজ করার অসাধারণ গুণ। আজকের বিভক্ত সমাজে তার মতো উদার মনের মানুষের বড়ই অভাব।”

তিনি আরও বলেন, “মাহফুজ উল্লাহ আজীবন গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। বর্তমান সময়ে যখন রাজনৈতিক পরিবেশ আরও সংকটময়, তখন তার মতো একজন নীতিবান ও দৃঢ়চেতা মানুষের শূন্যতা আরো বেশি করে অনুভূত হচ্ছে। এই শূন্যতা পূরণ করতে সময় লাগবে।”