বর্তমান সময়ের তরুণ প্রজন্ম সাহিত্যচর্চার দিকে নতুন করে ঝুঁকছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ ও ডিজিটাল ম্যাগাজিনে তরুণরা কবিতা, গল্প ও প্রবন্ধ লিখছেন। নতুন ধারার সাহিত্য যেমন বাস্তবতা নির্ভর, তেমনি আবেগময় ও সৃজনশীলতামূলক।
বইমেলা, সাহিত্যসভা ও অনলাইন প্ল্যাটফর্মে লেখকদের সরব উপস্থিতি প্রমাণ করে যে বাংলা সাহিত্য এখনো সমৃদ্ধ ও প্রাসঙ্গিক। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ লেখকদের অংশগ্রহণে সাহিত্যকর্ম আরও জনপ্রিয় হয়ে উঠছে।
সাহিত্যবোদ্ধারা মনে করছেন, এই প্রজন্মের লেখকদের কলমে উঠে আসছে সমাজের বাস্তবচিত্র, প্রেম, রাজনীতি, অস্তিত্বের প্রশ্ন, এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, যা বাংলা সাহিত্যকে আরও গভীর ও বহুমাত্রিক করে তুলছে।