

দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে, তবে উপকূলীয় অঞ্চলে তা কিছুটা কমেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) আবহাওয়া অফিস জানিয়েছে, আজও ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, রংপুর, রাজশাহী ও বরিশালের অনেক জায়গায় এবং খুলনার কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। ঢাকাসহ কিছু এলাকায় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার ঢাকায় বৃষ্টি কিছুটা কমলেও পরবর্তী কয়েকদিন আবার বাড়তে পারে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) ময়মনসিংহে সর্বোচ্চ ৮৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঢাকায় হয়েছে ১৮ মিমি বৃষ্টি।