ব্যস্ত শহরে উন্মুক্ত নালা, নিরাপত্তা কোথায়?

হিজড়া খালের গহীনে হারিয়ে গেল এক নিষ্পাপ প্রাণ। শুক্রবার ডুবে যাওয়া শিশুটিকে খুঁজে মেলেনি কোনো সাড়া, ফিরে এলো লাশ হয়ে—পরদিন সকালে।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় হিজড়া খালের পাশ দিয়ে হেঁটে যাওয়া এখন জীবন হাতে নিয়ে চলার মতো। গত শুক্রবার বিকেলে সেই খালের পাশেই ডুবে যায় এক শিশু। বহু খোঁজাখুঁজির পরও সেদিন তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে মিলেছে তার নিথর দেহ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি উন্মুক্ত অবস্থায় পড়ে আছে। আগে কিছু বাঁশের বেড়া ছিল, কিন্তু এখন সেগুলোও ভেঙে পড়ে রয়েছে। দুর্ঘটনার শঙ্কা ছিল বহুদিন ধরেই, অবশেষে সেটাই সত্যি হলো।

“শুধু এই খাল না, পুরো শহরের অবস্থা এক। খালের পাশে কোনো নিরাপত্তা নেই। সিটি করপোরেশন দেখে না, যতক্ষণ না কারও প্রাণ যায়,”—ক্ষোভ ঝাড়লেন এক বাসিন্দা।

সিটি করপোরেশন বিভিন্ন খালে বাঁশের অস্থায়ী বেড়া দিয়েছিল ঠিকই, কিন্তু সেগুলোর বেশিরভাগই এখন নষ্ট হয়ে গেছে। কোথাও টিনের ছাউনি, কোথাও শুধু সতর্কতার সাইনবোর্ড—কাজের কাজ কিছুই নেই।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নয়ন প্রকল্পে খালের সৌন্দর্য থাকলেও নিরাপত্তা থাকে না। তারা মনে করেন, বারবার দুর্ঘটনার পরই যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে দায় এড়ানো সম্ভব নয়।

প্রশ্ন থেকেই যায়—নগরে চলাফেরা করতে গিয়েও যদি প্রাণ হারাতে হয়, তাহলে কার কাছে জবাব চাইবে সাধারণ মানুষ?