প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ সুফিউর রহমান

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।

রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

সুফিউর রহমান তার কূটনৈতিক ক্যারিয়ারে জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্বেও ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রুলস অব বিজনেস ১৯৯৬ অনুযায়ী, বিশেষ সহকারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টাকে সহায়তা করতে সুফিউর রহমানকে নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি এ পদে থেকে প্রতিমন্ত্রীর মর্যাদাসহ সকল সরকারি সুবিধা ভোগ করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box