খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল

চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের বিশেষ ফ্লাইটে তার অবতরণের কথা রয়েছে।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে রাজধানীতে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই হাজারো নেতাকর্মী দলীয় ও জাতীয় পতাকা হাতে বিমানবন্দর এবং আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন। শুধু বিমানবন্দর নয়, খিলক্ষেত, কুড়িল, বনানী হয়ে গুলশান পর্যন্ত রাস্তাজুড়ে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। গুলশানে খালেদা জিয়ার বাসভবনেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বিএনপির পক্ষ থেকে আগে থেকেই সংগঠিতভাবে নেতা-কর্মীদের অবস্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব ভাগ করে দেওয়া হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের মাঝে।

যেমন:

ঢাকা মহানগর উত্তর বিএনপি: বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত

ছাত্রদল: লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত

যুবদল: খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি: র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম

স্বেচ্ছাসেবক দল: আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান

কৃষক দল: বনানী কবরস্থান থেকে কাকলী মোড়

শ্রমিক দল: কাকলী মোড় থেকে বনানী শেরাটন

অন্যান্য সংগঠন (ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল): বনানী শেরাটন থেকে কাঁচাবাজার

পেশাজীবী সংগঠন: কাঁচাবাজার থেকে গুলশান-২

মহিলা দল: গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ