
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবি, তিন দিনের কলম বিরতির ঘোষণা
‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে এনবিআর ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এই দাবি জানানো হয়।
এই দাবির অংশ হিসেবে পরিষদ আগামী বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার কলম বিরতির কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠন করা হলেও কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণের কোন সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি। একইসঙ্গে, দুই নতুন বিভাগের শীর্ষপদে কোন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে তাও স্পষ্ট করা হয়নি। এতে রাজস্ব ক্যাডারের কর্মকর্তারা উপেক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মত দেন তারা।
এছাড়াও, অবস্থান কর্মসূচিতে বক্তারা রাজস্ব সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের দাবি জানান এবং সেখানে প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়নের জোর আহ্বান জানান। তারা বলেন, অধিকাংশ কর্মকর্তাকে উপেক্ষা করে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব নয়।