গোপালগঞ্জে হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি শামা ওবায়েদের

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এক বিবৃতিতে তিনি বলেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর একটি মহল আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গোপালগঞ্জে কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা এরই প্রমাণ।”

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, তিনি হামলায় আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিটি দলের মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box