

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সাক্ষাৎ শেষে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।”
এর আগে শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। প্রথমবার অসুস্থ হওয়ার পর কিছুক্ষণ বিরতি নিয়ে আবার বক্তব্য শুরু করলেও পুনরায় অসুস্থ হয়ে যান তিনি। পরে বসা অবস্থায় বক্তব্য শেষ করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চিকিৎসকরাও।
Facebook Comments Box