নায়ক ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে পার্থের রিট

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে রিট করেছেন একই আসনের ২০-দলীয় জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

রিট আবেদনে ফারুকের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। পরে তা আদালতে উপস্থাপন করা হয়।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে কাল বুধবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।

পার্থর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে আকবর হোসেন পাঠান স্বীকার করেছেন যে তাঁর ঋণ পুনঃ তফসিল হয়নি। আরপিওর বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তাই ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। আদালত কাল শুনানির জন্য রেখেছেন।

Facebook Comments Box