ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

 

ফ্যাসিবাদে জড়িত বিচারপতিদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার (২১ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট চত্বরে এই কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী এই আইনজীবী সংগঠনের সদস্যরা।

 

সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দলীয় স্বার্থে কাজ করছেন এমন বিচারপতিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া মানুষকে আর আশ্বাসে শান্ত রাখা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

 

তিনি আরও বলেন, দেশে যারা এখনও ফ্যাসিবাদের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।