
বিএনপি ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবনায় একমত, কিছু বিষয়ে আপত্তি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবনার সঙ্গে দলটি একমত। তবে প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি এবং মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বের বিষয়টি নিয়ে দলটির কিছু আপত্তি রয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের বিরতিতে সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতির পরিবর্তে তিনজন সিনিয়র বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষেই বিএনপি।
তিনি আরও জানান, সংবিধানের অষ্টম, নবম, দশম, একাদশ ও পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরতে চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতার বিলোপ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিষয়েও কমিশনের সঙ্গে একমত হয়েছে দলটি। এসবকে মৌলিক অধিকারের আওতায় আনার কথাও বলেছে তারা।
প্রধানমন্ত্রীর ক্ষমতা ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার পক্ষে বিএনপি। পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, তবে এক মেয়াদ বিরতির পর আবারো হতে পারবে—এই প্রস্তাবের পক্ষেও দলটির সমর্থন রয়েছে।
তবে একই ব্যক্তি দলের প্রধান ও সংসদ নেতা হবেন কি না—এই বিষয়ে দলটি একমত নয়। সংসদ নেতা নির্বাচনের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ দলের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করে বিএনপি।
এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিরোধিতা করেছে দলটি।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন সালাহউদ্দিন আহমদ, ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দার।