পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা আজ (২২ এপ্রিল, মঙ্গলবার) ঢাকার আগারগাঁওয়ে কমিশনের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তারা কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরমাণু বিজ্ঞানী সংঘের সভাপতি ড. এএমএস সাইফুল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, পরমাণু শক্তি কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইইএ) এর নীতিমালার অনুসারী।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানকে উপযোগিতা যাচাই ছাড়াই সাধারণ বেতন কাঠামো 'আইবাস প্লাস প্লাস'-এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে গত দুই মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে এবং অনেকের পদও অবনমিত হয়েছে।
ড. সাইফুল্লাহ অভিযোগ করেন, রূপপুর প্রকল্পে পরমাণু শক্তি কমিশন চুক্তি অনুযায়ী মালিক হলেও আমলারা কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুৎ বিক্রির পরিকল্পনা করছে।