
রাজধানীতে ডিবির অভিযান: ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার
ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২১ এপ্রিল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এদের মধ্যে কয়েকজন স্থানীয় সরকার প্রতিনিধি ও দলীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
ডিবির বিভিন্ন বিভাগ ভাগ হয়ে এই অভিযান চালায়। সূত্রাপুর, কাফরুল, মতিঝিল, বংশাল, উত্তরখান, ভাষানটেক, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও কাজলা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবির ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।