
কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১৬তম মিনিটে গোল করে বার্সেলোনাকে শিরোপা জেতান জুলস কুন্দে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ভালো খেলছিলেন এই ফরাসি ডিফেন্ডার। তবে ম্যাচ চলাকালেই চোট পান তিনি, যার ফলে কোচ হ্যান্সি ফ্লিক তাকে মাঠ থেকে তুলে নেন।
পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় জানা যায়, কুন্দে বাম উরুর বাইসেপ ফেমোরিস পেশিতে চোট পেয়েছেন। দলীয় মেডিকেল রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এই চোটের কারণে কুন্দে থাকছেন না ১১ মে অনুষ্ঠিতব্য লা লিগার গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে। এছাড়াও দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রবার্ট লেভানডোভস্কিও রয়েছেন ইনজুরির তালিকায়।