তথ্যপ্রযুক্তি ডেস্ক,
বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি আবারও বাজারে আনতে চলেছে তাদের নতুন চমক – রেডমি নোট ১৩। আগামি মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই ডিভাইসটি, এবং ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
নতুন এই ফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ – যা এই বাজেটের ফোনে খুব কমই দেখা যায়। ফলে গেমিং হোক বা ভিডিও স্ট্রিমিং, ইউজারদের অভিজ্ঞতা হবে আরও মসৃণ এবং প্রাণবন্ত।
[caption id="attachment_702" align="aligncenter" width="300"] শাওমি নিয়ে আসছে রেডমি নোট ১৩: বাজেটের মধ্যেই প্রিমিয়াম ফিচারের দাপট[/caption]
চিপসেট ও পারফরম্যান্স:
রেডমি নোট ১৩ তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, যা ৫জি সাপোর্টেড এবং বাজেট সেগমেন্টে দারুণ পারফরম্যান্স দিতে সক্ষম। ৬ জিবি/৮ জিবি RAM এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে ফোনটি।
ক্যামেরা ও ব্যাটারি:
ফোনটির রিয়ার প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ – প্রাইমারি ৫০ মেগাপিক্সেল ও সেকেন্ডারি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও থাকছে ফোনটিতে।
দাম ও প্রাপ্যতা:
শাওমি সূত্রে জানা গেছে, ফোনটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯৯ টাকা (ভারতীয় বাজারে)। খুব দ্রুতই এটি বাংলাদেশের বাজারেও আসবে বলে আশা করা যাচ্ছে।
উপসংহার:
বাজেটের মধ্যে আধুনিক ফিচারের ফোন খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য রেডমি নোট ১৩ হতে পারে এক আদর্শ পছন্দ। শক্তিশালী পারফরম্যান্স, আকর্ষণীয় ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা – সবকিছুর সমন্বয় ঘটিয়ে শাওমি আবারও প্রমাণ করল কেন তারা মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটের রাজা।