আজ অনুষ্ঠিত হলো এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র, মোবাইল নিষিদ্ধ কেন্দ্রে
বিস্তারিত সংবাদ:
২০২৫ সালের এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে আজ অনুষ্ঠিত হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।
পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড সূত্র জানায়, প্রশ্ন ফাঁস রোধে এই কড়াকড়ি।
সারাদেশে প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে পরীক্ষায়। শিক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে অভিভাবকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।