
সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, সেনাবাহিনীর লাঠিচার্জ
সুনামগঞ্জ মেডিকেল কলেজে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধার অভাবে হাসপাতাল দ্রুত চালুর দাবিতে রোববার (২০ এপ্রিল) শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা থেকে মদনপুর এলাকায় সড়কের দু’পাশে বাঁশের ব্যারিকেড দিয়ে আন্দোলন শুরু করলে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
বেলা ১১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সরিয়ে দিতে অনুরোধ জানালে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সেনাবাহিনী লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং ক্যাম্পাসে নিয়ে যায়। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সড়ক ছেড়ে আসার পরও ক্যাম্পাসে তাদের মারধর করা হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।