বাহকের দাবি ব্যাগে অর্জুনের ছাল, তল্লাশিতে পাওয়া গেল মাথার খুলি, হাড়

বাসে তল্লাশিতে মিলল মানুষের কঙ্কাল, আটক ৩

ময়মনসিংহের ভালুকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় পুলিশ একটি ব্যাগ থেকে গন্ধ পেয়ে সন্দেহ করে। জিজ্ঞাসাবাদে সঙ্গে থাকা ব্যক্তি বলেন, ব্যাগে রয়েছে অর্জুন গাছের ছাল। তবে ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে রয়েছে মানুষের মাথার খুলি, হাড়সহ বিভিন্ন অংশের কঙ্কাল।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন ময়মনসিংহ সদরের চরকালিবাড়ীর মো. সাইফুল (৪৫), সুতিয়াখালীর ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮) এবং শেরপুরের শ্রীবর্দীর আলমগীর হোসেন (২৪)।

পুলিশ জানায়, রবিবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় যৌথ বাহিনীর তল্লাশির সময় এই ঘটনা ঘটে। শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক একটি ট্রাভেল ব্যাগে পাওয়া যায় তিনটি মাথার খুলি, ২৮টি বড় হাড়, একটি মেরুদণ্ডের হাড় এবং আরও প্রায় ৫০টি হাড়ের অংশ।

গ্রেপ্তারকৃতরা জানান, এসব কঙ্কাল বিভিন্ন কবরস্থান থেকে সংগ্রহ করে ঢাকায় পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯–এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।