রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, মোটরসাইকেল চালক আটক

রাজবাড়ীর ধুঞ্চী গ্রামে দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় মনসুরা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ছাগল আনতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাথায় আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। স্থানীয়রা মোটরসাইকেল চালককে আটক করেছে, এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।