১ জুন আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

আগামী ১ জুন বাজারে আসছে নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট। শুরুতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্য শাখায়ও পাওয়া যাবে।

নতুন নোটে থাকছে না ব্যক্তির ছবি। বরং নোটের দুই পাশে স্থান পেয়েছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক প্রতীক। সব নোটেই থাকছে গভর্নর আহসান হাবিব মনসুরের সই।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে ছাড়া হবে। সবচেয়ে বড় মূল্যমানের ১০০০ টাকার নোটে একদিকে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যা দেশের স্বাধীনতার প্রতীক। অপরদিকে রয়েছে জাতীয় সংসদ ভবন, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক।

৫০ টাকার নোটের এক পাশে থাকছে ঢাকার আহসান মঞ্জিল ও অন্য পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ এর ছবি। ২০ টাকার নোটের এক পাশে থাকছে ঐতিহাসিক স্থাপনা কান্তজীউ মন্দির এবং অন্যপাশে থাকছে নওগার পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।

Facebook Comments Box