
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে গ্যাস খাতে বড় অগ্রগতি
বকেয়া কমে এসেছে ৭৫ কোটি ডলার থেকে ২৪ কোটিতে, শোধ হয়েছে শেভরনের পুরো পাওনা
ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ — দেশের গ্যাস খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা বিপুল পরিমাণ বকেয়া বিল কমিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। পেট্রোবাংলা সূত্র জানায়, ২০২৩ সালের আগস্টে যেখানে গ্যাস খাতে বকেয়ার পরিমাণ ছিল ৭৫ কোটি ডলার, সেখানে চলতি এপ্রিলের ১৯ তারিখ পর্যন্ত এই পরিমাণ নেমে এসেছে ২৪ কোটি ডলারে।
গত তিন বছর ধরে ডলার সংকটের কারণে গ্যাস আমদানির বিল নিয়মিত পরিশোধ করতে না পারায় দেশের জ্বালানি খাত চাপে ছিল। বিলম্বে বিল পরিশোধের কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছিল এবং দরপত্রে উচ্চমূল্যের প্রস্তাব আসছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিল পরিশোধে গতি আসে। মার্চ ও এপ্রিল মিলিয়ে শুধু ছয় কার্যদিবসে ১৮ কোটি ডলারের বিল পরিশোধ করা হয়।
শেভরনের পাওনা পরিশোধ সম্পন্ন হওয়ায় এখন এই মার্কিন কোম্পানির কাছে বাংলাদেশের কোনো বকেয়া নেই। এ ছাড়া এলএনজি আমদানির বকেয়া ৪৩ কোটি ডলার থেকে অর্ধেকে নেমেছে এবং চলতি মাসের শেষে তা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।
জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, ডলার সরবরাহ, অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এই অগ্রগতি সম্ভব হয়েছে। পাশাপাশি, পিডিবি ও সার কারখানাগুলোর বিল পরিশোধের হারও বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিল পরিশোধে শৃঙ্খলা ফিরলে আমদানি স্বাভাবিক থাকবে, প্রতিযোগিতা বাড়বে এবং জ্বালানি খাতে খরচ কমে আসবে। তবে ভবিষ্যতের জন্য দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।