ঈদের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পূজা চেরী, আসছে নতুন সিনেমা ‘টগর’

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে সিনেমার প্রচারণা। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত নতুন সিনেমা ‘টগর’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। সিনেমাটির পরিচালনায় রয়েছেন আলোক হাসান।

ইতোমধ্যে ‘টগর’ সিনেমার শুটিং শেষ হয়েছে, চলছে ডাবিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ। নির্মাতাদের লক্ষ্য, ঈদ-উল-আযহায় সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া। পূজা চেরী ঈদ উপলক্ষে নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন বলেই জানা গেছে।

গত কয়েক বছর ধরে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর অন্যতম আকর্ষণ ছিলেন দেশের জনপ্রিয় নায়িকারা। শবনম বুবলী, তোমা মির্জা, দীঘি, সুনেরাহ বিনতে কামাল সহ অনেকেই ঈদে আলোচনায় ছিলেন। সেই ধারাবাহিকতায় এবার পূজার কাছ থেকেও দর্শকদের প্রত্যাশা অনেক।

উল্লেখযোগ্য যে, ‘টগর’ সিনেমার শুরুতে চিত্রনায়িকা দীঘিকে নেওয়ার পরিকল্পনা ছিল। পরে সেই চরিত্রে যুক্ত হন পূজা চেরী। তাই এই সিনেমার মাধ্যমে পূজার পারফরম্যান্স নিয়ে দর্শকের কৌতূহল আরও বেড়েছে।

এখনই সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে শুরু হয়েছে ‘টগর’ সিনেমার প্রচারণা। এর নেতৃত্ব দিচ্ছেন পূজা নিজেই। সিনেমাটিতে পূজার বিপরীতে নায়ক চরিত্রে দেখা যাবে আদর আজাদকে।

টগর সিনেমা ও পূজা চেরীর ঈদ প্রস্তুতি নিয়ে দর্শক মহলে ইতিমধ্যে তৈরি হয়েছে আলোচনার ঝড়। এখন দেখার পালা, বড় পর্দায় কতটা বাজিমাত করতে পারেন এই চিত্রনায়িকা।