বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটসহ ভারতের একাধিক সরকারি প্রতিষ্ঠানে পাকিস্তানের সাইবার হামলা

ভারতে সাইবার হামলা: সরকারি ওয়েবসাইট ও সংস্থাগুলো টার্গেটে

সম্প্রতি ভারতের বিভিন্ন সরকারি ওয়েবসাইট ও সংস্থার ওপর বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ। ১০ মে (শনিবার) প্রকাশিত খবরে বলা হয়, ক্ষমতাসীন দল বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি এবং মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান এ হামলার শিকার হয়েছে।

পিটিভির দাবি অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনী ও মহারাষ্ট্র নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল দপ্তরের তথ্যও ফাঁস হয়েছে। প্রায় আড়াই হাজার নজরদারি ক্যামেরা হ্যাক করার কথাও জানানো হয়।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ দাবি হলো, এই হামলার কারণে ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিডের প্রায় ৭০ শতাংশ অচল হয়ে পড়ে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।