৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে ইকরামুল হাসান শাকিল

ইকরামুল হাসান শাকিলের ‘সি টু সামিট’ অভিযানে মাউন্ট এভারেস্ট জয়

ইকরামুল হাসান শাকিল সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে পায়ে হেঁটে শুরু করে ৮৪ দিনে তিনি পৌঁছান এভারেস্টের চূড়ায়। ১৯ মে সোমবার, সফলভাবে শৃঙ্গে পৌঁছে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তিনি।

অভিযান সমন্বয়কারীরা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, শাকিল সুস্থ রয়েছেন এবং বর্তমানে ক্যাম্প ৪–এ অবস্থান করছেন। নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।

অভিযানের শুরু ছিল ২৫ ফেব্রুয়ারি। ‘সি টু সামিট’ নামের এই যাত্রায় শাকিল হেঁটেই পৌঁছান পৃথিবীর সর্বোচ্চ স্থানে। পর্বতারোহণের প্রশিক্ষণ তিনি নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে। এর আগেও তিনি হিমালয়ের কেয়াজো-রি, দ্রৌপদী কা ডান্ডা-২, হিমলুং ও ডোলমা খাং শৃঙ্গগুলো সফলভাবে আরোহণ করেছেন।

২০২৩ সালে তিনি নেপালের ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ নামক ১,৭০০ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে পার হয়েছিলেন, যা তাকে প্রথমবার আলোচনায় নিয়ে আসে।