বজ্রপাতে ছাতা-রাবারের জুতা নিরাপদ নয়: বিশেষজ্ঞদের সতর্কতা

সারা দেশে সাম্প্রতিক বজ্রপাতে দৈনিক গড়ে ১৫-১৬ জনের মৃত্যু হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, মে মাস বজ্রপাতের জন্য সবচেয়ে বিপজ্জনক সময়। এ মাসে গড়ে ১৩ দিন বজ্রঝড় হয়, সঙ্গে থাকে দমকা হাওয়া, শিলাবৃষ্টি।

বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বজ্রপাতের সময় ছাতা বা রাবারের জুতা কোনোভাবেই সুরক্ষা দিতে পারে না। কারণ, বজ্রপাতে উৎপন্ন বিদ্যুৎ অত্যন্ত শক্তিশালী, যা সাধারণ নিরোধকও প্রতিরোধ করতে পারে না।

তিনি বলেন, “বজ্রধ্বনি শোনার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। খোলা মাঠ, গাছের নিচে বা জলাধারে থাকা বিপজ্জনক। এমনকি টিনের ছাউনি ঘর, কংক্রিটের দেওয়াল বা মেঝে, বৈদ্যুতিক যন্ত্রপাতির সংস্পর্শ থেকেও দূরে থাকতে হবে।”

আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে প্রতিদিন বজ্রপাতের সতর্কবার্তা দিচ্ছে—‘বজ ধ্বনি শুনবেন যখনই, ঘরে যাবেন তখনই’। সময়মতো সতর্কতা মেনে চললে বজ্রপাতে মৃত্যুহার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।