
- ওটিটি প্ল্যাটফর্মের নিয়মিত দর্শকদের কাছে পরিচিত এক নাম নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ‘তাকদীর’ এবং ‘কারাগার’-এর পর এবার তিনি আসছেন নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’ নিয়ে। সিরিজটি নিয়ে আগ্রহের অন্যতম কারণ এর অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম।
চরকি আয়োজিত এক অনলাইন আড্ডায় শাশ্বত শেয়ার করেন তার প্রথম বাংলাদেশ সফরের অভিজ্ঞতা। জানান, আকাশপথে বহুবার বাংলাদেশ পেরোলেও সরাসরি পা রাখার সুযোগ এই প্রথম। তবে এসেই মুগ্ধ হয়েছেন এখানকার আতিথেয়তায়।
মজার একটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দরে দুই কর্মকর্তা তার আগমনের কারণ জানতে চাইলে তিনি শ্যুটিংয়ের কথা বলেন। তখন তারা মজা করে বলেন, চা না খেলে বাংলাদেশে প্রবেশের অনুমতি মিলবে না! এই রসিকতার মধ্য দিয়েই শুরু হয় তার বাংলাদেশ সফরের স্মরণীয় অধ্যায়।
শাশ্বত আরও জানান, ছোটবেলায় কলকাতায় অ্যান্টেনার বুস্টার ব্যবহার করে বাংলাদেশ টেলিভিশনের নাটক দেখতেন। সেই সময় থেকেই এদেশের নাটক সম্পর্কে তার ধারণা—যা ছিল মানসম্মত এবং হৃদয় ছোঁয়া।
‘গুলমোহর’ সিরিজের গল্প শুনেই তিনি এতে কাজ করতে আগ্রহী হন। এই সিরিজের মাধ্যমেই প্রথমবার বাংলাদেশের কোনো প্রযোজনায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।