
এক দিনে, তিন মায়ের তিন রকম কান্না।
একজন মা, নিজ হাতে গলা কেটে মারলেন দুই সন্তানকে।
তারপর সাজালেন শোক, ভেসে গেলেন অভিনয়ের কান্নায়।
আরেকজন মা, ৪৫ হাজার টাকায় বিক্রি করে দিলেন নিজ সন্তানকে।
সেই টাকায় কিনলেন মোবাইল, গয়না।
ধরা পড়তেই শুরু অশ্রু-নাটক।
আর চট্টগ্রামের এক মা — ড্রেনে হারালেন ৬ মাসের সন্তানকে।
পাগলের মতো ছুটলেন এদিক-সেদিক।
১৪ ঘণ্টা পর মেলে নিথর দেহ।
তাঁর কান্নায় কোনো অভিনয় নেই — শুধু বুকফাটা চিৎকার!
একটা দিন, তিনটা গল্প।
তিনটা কান্না — কিন্তু একেকটা একেক রকম।
‘মা’ শব্দটা আজও পবিত্র,
তবু কিছু মা সেই পবিত্রতাকে কলঙ্কিত করে ফেলেন — লোভে, রক্তে, নৃশংসতায়।
মা কখনো আঁচলে বাঁচান সন্তানকে,
আবার কখনো সেই আঁচলেই পেঁচিয়ে দেন মৃত্যুর ফাঁস…