মাগুরার সেই শিশু হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনে তিনজনের সাক্ষ্যগ্রহণ

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের শুনানিতে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ছয়জনের সাক্ষ্য শেষ হলো।
সোমবার (২৮ এপ্রিল) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আছিয়ার চাচা ইব্রাহিম শেখ, আসামি হিটু শেখের বাড়ির পাশের মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষার্থী হজরত সাক্ষ্য দেন।
এর আগে রোববার (২৭ এপ্রিল) আছিয়ার মা’সহ আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত আগামী মঙ্গলবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
পুলিশ ১৩ এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয়, এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়। আসামি হিটু শেখ ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box