লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ২

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর-আবাবিল ইউনিয়নের উদমারা এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত জাহাঙ্গীর আলম (৫২) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আড়াই মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (১৬ জুলাই) রাতে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহত জাহাঙ্গীর আলম স্থানীয় একটি মসজিদ কমিটির সভাপতি ছিলেন। অভিযোগ রয়েছে, মসজিদের পাশে জুয়ার আসর ও মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত ৭ এপ্রিল কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর ওপর হামলা চালায়।

জাহাঙ্গীরের স্ত্রী রাজিয়া বেগম ওই ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা করেন। আদালত রায়পুর থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উদমারা গ্রামের সাব্বির হোসেন (২১) ও রহিম উদ্দিন (৩০)। রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, জাহাঙ্গীর আলম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র: প্রথম আলো

Facebook Comments Box