ঢাকা    ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ।

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

 


আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার একটি আদালত এই আদেশ দেয়।

বৃহস্পতিবার দুপুরে সুমাইয়া জাফরিনের সাতদিনের রিমান্ডে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল বুধবার সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয় বলে জানায় ডিবি। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় এর আগে সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

প্রসঙ্গত, ঢাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় এখন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box