
চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া
চার মাস লন্ডনে অবস্থানের পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি।
তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূও। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের নিজ বাসভবন ফিরোজায় যাবেন। সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, এবং সাংবাদিকদের সাময়িকভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। তারা দলীয় ও জাতীয় পতাকা নিয়ে সড়কের দুই পাশে জড়ো হন এবং নানা স্লোগানে পরিবেশ সরব করে তোলেন।
বিমানবন্দর থেকে শুরু করে গুলশান পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত ভিড় সামাল দিতে ট্রাফিক পুলিশও সক্রিয়ভাবে কাজ করছে।