রাজধানীর ভবনগুলোতে অগ্নিকাণ্ডের দায় রাজউক এড়াতে পারে না: গৃহায়ন ও গণপূর্ত সচিব

রাজধানীতে অগ্নিকাণ্ড: দায় এড়াতে পারে না রাজউক – গৃহায়ন সচিব

রাজধানীর বিভিন্ন ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের জন্য রাজউক দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকায় রাজউক আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আইন না মানার প্রবণতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রাজউকের অনেক কর্মকর্তা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন না। এই অবস্থায় নিরাপদ রাজধানী গড়া কঠিন হয়ে পড়ছে।”

সেমিনারে রাজউক চেয়ারম্যান জানান, রাজধানীতে বিল্ডিং কোড না মানার কারণে নাগরিকরা প্রতিনিয়ত মৃত্যুঝুঁকির মধ্যে বসবাস করছেন। তিনি আরও বলেন, এরই মধ্যে ৩ হাজার ৩৮২টি ভবন চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে।

ভবিষ্যতে নির্মাণ কার্যক্রম সহজ করতে সব ধরনের নির্মাণ-সেবা একই প্ল্যাটফর্মে আনার ওপর গুরুত্ব দেন রাজউক চেয়ারম্যান।