ফেঞ্চুগঞ্জে নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে গেছে

বাংলা ফ্ল্যাশ বাংলা ফ্ল্যাশ

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

ফেঞ্চুগঞ্জে নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে গেছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিলেট জেলার মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও মোহাম্মদ সায়েম আহমদ (১৪)। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় দুই যুবকেরই মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকায় দ্রুতগতির একটি নোহা গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর নোহা গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করেছে।

ফেঞ্চুগঞ্জ থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

#ফেঞ্চুগঞ্জ #সিলেটদুর্ঘটনা #মোটরসাইকেলদুর্ঘটনা #নোহাদুর্ঘটনা #সড়কদুর্ঘটনা #মর্মান্তিকদুর্ঘটনা #বাংলাদেশনিউজ #সড়কনিয়ম #মোগলাবাজার #দুর্ঘটনাব্রেকিং #sylhet #accident #fenchuganj #trendingNews

Facebook Comments Box